উপকূলীয় কলাপাড়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া

বরিশাল প্রতিনিধি ॥ উপকূলীয় জনগোষ্ঠীকে প্রাকৃতিক দুর্যোগের বিপর্যয় থেকে আত্মরক্ষার কৌশল শিক্ষনের অংশ হিসেবে ঘূর্নিঝড় প্রস্তুতি বিষয়ক এক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সাগর পাড়ের কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার শেষ বিকেলের দিকে একটি বেসরকারি উন্নায়ন সংস্থা ইউএসএআইডি, সেভ দ্যা চিল্ডেরেন এর আর্থিক সহযোগিতায় স্পিড ট্রাস্ট নবজীবন কর্মসূচি বাস্তবায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়ায় সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জনাব নির্মল চন্দ্র হাওলাদার। প্রধান অতিথির কলাপাড়া উপজেলার সিপিপি এর সহকারী পরিচালক জনাব মুন্সি নূর মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে সেভ দ্যা চিল্ডেন এর সিনিয়র অফিসার ইমাজেন্সি অভিজিত বিশ্বাস, স্পিড ট্রাস্ট এর টিম লিডার মাধবী হোসাইন, ডেপুটি টিম লিডার সঞ্জয় কুমার বিশ্বাস, টেকনিক্যাল অফিসার ডিআরআর সুজন বিশ্বাস, লতাচাপলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাহিদা বেগম,ফাতেমা হাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোসা. ফাতেমা হাই এবং গ্রাম উন্নয়ন কমিটির ও গ্রাম দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে ঘূর্ণিঝড়ের পূর্ব,  চলাকালীন এবং পরবর্তী পর্যায়ের কর্মকান্ড কলাকুশলীরা অভিনয়ের মাধ্যমে প্রদর্শণ করেন।