পুলিশি বাঁধার মুখে বরিশালে সঙ্গীতানুষ্ঠানের নামে ব্যান্ড শো পণ্ড

শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে সঙ্গীতানুষ্ঠান ও মঞ্চ নাটকের কথা বলে ব্যান্ড শো করায় প্রশাসনের বাধার মুখে সব পণ্ড হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৪টায়। জানা গেছে, স্পিড ড্রিংকস এর সৌজন্যে শহীদ মিনারে সঙ্গীতানুষ্ঠান ও মঞ্চ নাটক করার জন্য জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আবেদন করেন সঙ্গীতানুষ্ঠান কমিটি। কিন্তু তারা অনুমতি এনে ব্যানারে অন্য বাক্য ব্যবহার করে “স্পিড মাদক বিরোধী” কনসার্ট এবং কনসার্ট করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণকালে বিষয়টি দৃষ্টিগোচর হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সহ-পরিচালক মোঃ শাহ নেওয়াজের। তিনি অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করার আগেই ঘটনাস্থলে উপস্থিত হন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজরুল ইসলাম চুন্নু, সম্পাদক জগরুল হায়দার শাহিন, কাজল ঘোষ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, এস.এম ইকবাল, শান্তি রঞ্জন দাস, বাপ্পি মজুমদার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা অনুষ্ঠানটি বন্ধ করার ঘোষনা দেয়ার পূর্বেই আলামত বুঝতে পারে শাহ নেয়াজের হুকুমে অনুষ্ঠান পন্ড করে দেয় পুলিশ।