কীর্তনখোলা তীরের জমি নিয়ে সংবাদ সম্মেলন

শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ কীর্তনখোলা নদীর উত্তর পার্শ্বে দপদপিয়া মৌজার জমির বিরোধ নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করেছেন মোঃ এনামুল হক বাহার। তার বাবা এবং মামা ১১ একর ৮২ শতাংশ জমি মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা এবং তার ভাই মোঃ সহিদুল ইসলামের কাছ থেকে ক্রয়ের জন্য বায়না করেছেন বলে উল্লেখ করেন। বাবা এবং মামা ব্যবসা দেখভাল করেন তাই উল্লেখিত জমির দেখাশুনা এনামুল নিজে করেন বলে উল্লেখ করেন। ২১ নভেম্বর এনামুল হক বাবা ও মামার বায়নাকৃত জমিতে সাইনবোর্ড টানান। পরদিন ঐ সাইনবোর্ড কমিশনার বজলুর রহমান ভাড়াটে লোক দিয়ে ফেলে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে এনামুল হককে তাড়া করলে তিনি প্রাণভয়ে পালিয়ে আসেন। এ সময় তার বন্ধু নিজামুল হক তপুকে কুপিয়ে আহত করে ভাড়াটে বাহিনী। তপুকে শেবাচিমে ভর্তি করা হয়। এরপরও এনামুল হককে নানাবিধ ভয়ভীতি দেখান এবং বিভিন্ন ঘটনায় ফাঁসানোর চেষ্টা করেন সাবেক কমিশনার বজলুর রহমান। সংবাদ সম্মেলনে এনামুল হকের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানতে সাবেক কমিশনার বজলুর রহমানের নিকট ফোন করা হলে সে এ বিষয়ে ভিন্নতা পোষণ করে জানান, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সংবাদ সম্মেলন করেছেন এনামুল হক। তিনি আরো বলেন, অন্যের সম্পত্তি নয়, ওই জমি তার সাব-কবলা করা। এখানে এনামুলের দাবি ভিত্তিহীন।