বিচারের বাণী আজো নিরবে নিভৃতেই কাঁদে – গৌরনদীতে শহীদ বুলেটের শাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতাঃ “বিচারের বাণী আজো নিরবে নিভৃতেই কাঁদে” কবির বাক্যটি সত্যিকারের রূপ মিলেছে ছাত্রলীগ নেতা শহীদ শফিকুল ইসলাম বুলেটের বিচারের বেলায়। হত্যাকারীদের মদদদাতারা বুলেট হত্যা মামলার সকল আলামত বিনষ্ট করে দিয়েছে যাতে করে এ হত্যার বিচার কোনদিনও বাংলার মাটিতে না হয়। তবে বুলেট হত্যার বিচার আল্লাহতালা ঠিকই করেছেন। বুলেটের রক্তের বিনিময়ে ২৯ ডিসেম্বরের নির্বাচনে ওই বিএনপি-জামায়াত জোটকে পরাজিত করে জনগন আওয়ামীলীগকে নিরঙ্কুস ভাবে বিজয়ী করেছে।

শনিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। তিনি আরো বলেন, আওয়ামীলীগ ভোগের রাজনীতিকে নয় ত্যাগের রাজনীতিতে বিশ্বাস করে।

বরিশালের গৌরনদী উপজেলা, পৌর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের উদ্যোগে শহীদ শফিকুল ইসলাম বুলেটের দশম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরনসভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, এইচ.এম জয়নাল আবেদীন, রাজু আহম্মেদ হারুন, গোলাম মনির মিয়া। বক্তব্য রাখেন নিহতের পিতা মাষ্টার রহমতউল্লাহ খলিফা, সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, শাহজাহান প্যাদা, ছাত্রলীগ নেতা সোহান ইসলাম মনির, নজরুল ইসলাম মিয়া, জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, মনিরুজ্জামান মনির, সুমন মাহমুদ, মাহমুদুর রহমান মান্না, নিহতের সহদর মাসুম বিল্লাহ মানিক প্রমুখ।

শেষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এরপূর্বে সকাল আটটায় মরহুমের কবর জিয়ারত ও কবরে পুস্পস্তবক অর্পন, সকাল নয়টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়।