ঢাকায় সড়ক দূর্ঘটনায় গৌরনদীর মেয়ে নিহত ॥ এলাকায় শোকের ছায়া

মোঃ জামাল উদ্দিন, গৌরনদী ॥ বরিশালের গৌরনদীর মেয়ে বিবিএ প্রথমবর্ষের ছাত্রী রিমা আজ শনিবার দুপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঢাকায় মারা গেছেন। এ সংবাদের তার নিজ এলাকাসহ শশুড় বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গৌরনদী পৌর সদর চরগাধাতলী মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী ও কোরিয়া প্রবাসী জাকির হোসেন বাচ্চুর জেষ্ঠ কন্যা ও ঢাকার যাত্রাবাড়ি ইন্টারন্যাশনাল কলেজের বিবিএ’র প্রথমবর্ষের ছাত্রী লাইলাতুল জাকিয়া রিমা (২০)। শনিবার দুপুর দেড়টার দিকে কলেজ থেকে রিমা তার স্বামী শামীম আহম্মেদের মটরসাইকেলযোগে বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে পোস্তখোলা নামকস্থানে পৌঁছলে মটরসাইকেলটি দূর্ঘটনার স্বীকার হলে রিমা ও তার স্বামী শামীম গুরুতর আহত হন। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রিমা মারা যায়। তার স্বামী শামীম আহম্মেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রে আরো জানা গেছে, গত এক বছর পূর্বে গৌরনদীর আশোকাঠী গ্রামের শামীম আহম্মেদের সাথে রিমার বিয়ে হয়। রিমা গৌরনদী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী বাদশা মিয়া ও কাছেমাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা তালুকদার ওমর আলীর নাতনী। রিমার অকাল মৃত্যুতে তার নিজ এলাকাসহ শশুড় বাড়িতে শোকের ছায়া নেমে আসে।