উম্মে রুমান, বরিশাল ॥ ব্র্যাকের (এনজিও) ছয় হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারায় গ্রেফতারকৃত চার শিশু সন্তানের জননী দুলু বেগম (৩০) দুইদিন কারাভোগের পরে রোববার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন। সকালে বরগুনার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাইনুল হক তার জামিনের আবেদন মঞ্জুর করেন। শুক্রবার দুপুরে বরগুনা থানা পুলিশ দুলু বেগমকে (৩০) গ্রেফতার করেছিল। ঐদিন সন্ধ্যায় দুই অবুঝ শিশু সন্তানসহ গৃহবধুকে কারাগারে পাঠানো হয়েছিল।
দুলুর স্বামী বরগুনা পৌর শহরের গ্রীন রোডের শুক্কুর আলী জানান, সিডরের চার মাস আগে তার স্ত্রী দুলু বেগমের নামে ব্র্যাক এনজিও থেকে ৫ শত টাকা উৎকোচ ও ৫ শত টাকা জামানত দিয়ে দশ হাজার টাকা ঋণ গ্রহণ করেছিল। চার মাসে ১৬ টি কিস্তির মাধ্যমে তারা চার হাজার টাকা পরিশোধ করলেও সিডরের পরে আর কোন টাকা দিতে পারেনি। টাকা দিতে না পারায় চলতি বছরের ৮ জুন ব্র্যাক বরগুনা সদর শাখার ব্রাঞ্চ ম্যানেজার নিরাপদ দে বাদী হয়ে দুলুসহ আরো চারজনকে আসামী করে মামলা দায়ের করেন। গ্রেফতারী পরোয়ানা জারী করায় শুক্রবার পুলিশ দুলুকে গ্রেফতার করে। দুলুর পক্ষে জামিনের আবেদনকারী আইনজীবী বরগুনা পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মোঃ শাহজাহান জানান, ৪০৬ ধারায় দুলুর বিরুদ্ধে মামলা করার কোন সুযোগ নেই। অথচ সেই ধারায় মামলা নিয়ে গ্রেফতার ও হাজতবাস করিয়ে মানবাধিকার লংঘন করা হয়েছে। এদিকে দুলুর ঋণের টাকা পরিশোধের জন্য নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।