Menu Close

পটুয়াখালীতে র‌্যাব’র হাতে শীর্ষ সন্ত্রাসী বাবুল গ্রেফতার

উম্মে রুমান, বরিশাল ॥ পটুয়াখালী জেলার দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামে নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই, অবৈধ ভূমি দখল, বাজার ডাকাতি, মারামারি, মাছ চুরিসহ ১ ডজন মামলার আসামী বাবুল হাওলাদার। এলাকাবাসীর জানায় যে, চরবয়রা আঃ হামিদ হাওলাদার এর ছেলে বাবুল হাওলাদার মাধ্যমিক গন্ডি না পেরুতেই বখাটে বনে যায় এবং ৭ ভাইয়ের মধ্যে কনিষ্ঠ বাবুল হাওলাদারের বেপরোয়া চলাফেরায় ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পায়না। দুই একজন মুখ খুললেও তাদের সইতে হয় নির্মম নির্যাতন। স্থানীয় তালতলী বাজারে গড়ে তুলছে সস্ত্রাসী বাহিনী। উপজেলা সদর ও অন্যান্য এলাকার দাগী সন্ত্রাসীদের নিয়ে গড়ে তুলছে সন্ত্রাসী নেটওয়ার্ক। অপরাধ করে বারবার ছার পেয়ে যাচ্ছে।  র‌্যাব জানান, গত ২০০৩ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৎকালীন সরকারী দলের প্রার্থীর পক্ষে নিরাপত্তা বাহিনীকে অস্ত্র ঠেকিয়ে চরবয়রা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র বাবুল ও তার বাহিনী দখল নিয়ে অবৈধভাবে ব্যালটে সিল মারে, ব্যালট ছিনতাই করে। সরকারী সম্পত্তি বিনষ্টের দায়ে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম দুমকী থানায় বাবুল ও তার সহযোগীদের আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৯/২০০৩। র‌্যাব আরো জানান, বাবুল হাওলাদার গায়ের জোড়ে একই গ্রামের নুরুল ইসলামের ঘেরের লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। পরবর্তীতে নুরুল ইসলাম বাবুল দফাদারকে প্রধান আসামী করে মামলা দায়ের করে মামলা নং-২৩/২০০৪। বাবুল দফাদারের চাচাতো ভাই মজিবর এর অকাল মৃত্যুতে অসহায় পরিবারের প্রায় ১ কানি ফসলি জমি জোর পূর্বক দখল করে নিয়েছে । এখন তাদেরকে বসত বাড়ী থেকে উচ্ছেদ করে পথে বসানোর জন্য ভূয়া দলিল তৈরী করে গত ১৬/৬/২০১১ইং তারিখে চাচাতো ভাই মজিবর এর বাড়ীতে হামলা চালিয়ে বড় ভাই এর স্ত্রী নাসিমা বেগমকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে রেখে যায় বাবুল ও তার সন্ত্রাসী বাহিনী।  সপ্রতি বাবুলের চাচাতো ভাই স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আঃ খালেক এর স্ত্রী পুত্রকে কুপিয়ে গুরুত্বর জখম করে বাবুল দফাদার ও তার সন্ত্রাসী বাহিনী। যাহা বিভিন্ন স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। সন্ত্রাসী বাবুল হাওলাদারকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের গোয়েন্দাদল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং প্রাপ্ত তথ্যের উপর ভিত্তিতে করে একটি অপারেশনাল দল লেঃ কমান্ডার মোহা¤মদ নুর-উজ-জামান, (এক্স), বিএন এর নেতৃত্বে রবিবার সকাল ৯ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন কলাতলা বাজার হইতে জিআর-৪৯/০৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চিহ্নিত সন্ত্রাসী বাবুল হাওলাদার (৪৫), পিতা- আঃ হামিদ হাওলাদার, দুমকি উপজেলার চরবয়রা গ্রামে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ব্যালট বাক্স ছিনতাই, মারামারি, পুকুরে মাছ চুরিসহ একাধিক মামলা রয়েছে। স¤প্রতি তার গরু দ্বারা অন্যের বীজ খাওয়াকে কেন্দ্র করে একজন নিরীহ মহিলাকে রামদা দিয়ে কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে এবং ঐ মহিলার ছেলেকে এলোপাথারি মারপিট করে হাত ভেংঙ্গে দেয়। বাবুল হাওলাদার এলাকার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। সে বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানী করায়। তার ভয়ে এলাকার লোকজন সব সময় ভীত থাকে। এ সংত্রুান্তে আইনগত কার্যত্রুম প্রত্রিুয়াধীন।