উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া॥ পল্লী উন্নয়ন ও সমবায় মেলার তৃতীয় দিন শনিবার রাতে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদের সভা কক্ষে স্থানীয় শিল্পী গোষ্টির আয়োজনে “বাংলাভিশন” সোরা ১০ এর কন্ঠ শিল্পী সাগর রাযের একক গানে মাতিয়ে তোলে উপজেলা পরিষদ চত্বর। এছাড়া হৈমান্তি সুকলা , রফিকুল ইসলাম , আব্দুল দলিল উদ্দিন বয়াতী দরদি কন্ঠের গান শোনার জন্য গভীর রাত পর্যন্ত দর্শকরা উপভোগ করেছে। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, সমবায় কর্মকর্তা আতাউর রহমান পাটোয়ারী, সাংবাদিক জীবন কুমার মন্ডল, আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান আজাদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জুনিয়ার অফিসার আলমগীর হোসেন, শ্যাম সুন্দর শিকদার, প্রমথ মজুমদার, পংকজ বিশ্বাস সহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি গভীর রাত পর্যন্ত দর্শকরা উপভোগ করেছে।