নিজস্ব সংবাদদাতাঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে খালাতো ভাইদের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় গ্রুপের মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে। গুরুতর আহত ১৩ জনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় পাল্টা পাল্টি মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে ওই গ্রামের আপন খালাতো ভাই সেলিম দালাল ও টরকী বন্দরের ব্যবসায়ী অলিল দালালের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এরজের ধরে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়গ্র“পের কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহত অলিল দালাল, সরোয়ার হোসেন, মঞ্জু হাওলাদার, ফিরোজা বেগম, নাসরিন বেগম, মোক্তার হোসেন, জাহানারা বেগম, কংঙ্কা আক্তার, প্রতিপক্ষ সেলিম দালাল, সেকান্দার হোসেন, এনায়েত দালাল, রওশনআরা, ফরিদা বেগমকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।