বরিশালে মৃত্যুর শষ্যায় গৃহবধূ হামিদা

নিজস্ব সংবাদদাতাঃ পিতাকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে গত চারদিন ধরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গৃহবধূ হামিদা বেগম (৪০)।

মঙ্গলবার সকালে গৌরনদী প্রেসক্লাবে হাজির হয়ে কোটালীপাড়া গ্রামের মোঃ হারেজ হাজরার পুত্র এনামুল কবির হাজরা অভিযোগ করেন, তার পিতার সাথে জমিজমা নিয়ে পাশ্ববর্তী বাড়ির বাবুল ও কাবুল হাজরা বিরোধ চলে আসছে। এরজের ধরে গত ২৫ নবেম্বর সকালে বাবুল, কাবুল ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী বাগেরহাটের আনছার মিয়া হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে তার পিতা হারেজ হাজরার (৭৫) ওপর হামলা চালায়। পিতার ডাকচিৎকার শুনে বেড়াতে আসা তার বোন হামিদা বেগম এগিয়ে আসলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় আহত হামিদা ও তার পিতা হারেজ হাজরাকে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে গত ২৬ নবেম্বর হামিদাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, পাশ্ববর্তী বাড়ির কাবুল, কবির, কালাম ও বাবুল হাজরা তার (এনামুলের) পৈত্রিক সম্পত্তি দখল করাকে কেন্দ্র করে গত ৯ মাস ধরে তাদের সাথে বিরোধ চলে আসছে।