প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥ যৌথ ও মালিকানা সম্পত্তির পৈত্রিক অংশ রক্ষা করতে গিয়ে যুবককে খুনের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। এ বিষয়ে গতকাল থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ ও থানাসূত্রে জানাগেছে, উপজেলার আমবৌলা গ্রামের মৃত ফয়জর খান ২ পুত্র সন্তান রেখে মারা গেলেও তার পৈত্রিক প্রাপ্ত সম্পত্তি ওয়ারীশদের মধ্যে দীর্ঘদিন যাবৎ ভাগ না হওয়ায় তার শিশুপুত্রদের বঞ্চিত করে অন্য অংশীদাররা তার প্রাপ্ত অংশ ভোগ করে আসছে। সোমবার ফয়জর খানের পুত্র ফয়সাল খান তার পৈত্রিক প্রাপ্ত বাড়ীর জায়গায় গাছের চাড়া রোপন করতে গেলে প্রতিপক্ষ প্রভাবশালী তৈয়ব আলী খান, দুলাল খান, বেল্লাল ও তার অনুসারীরা ফয়সালকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়ে জীবনে শেষ করে দেওয়ার হুমকি দেয়। গতকাল ফয়সাল এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে বলে থানাসূত্রে জানাগেছে।