বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারডুবি ॥ একজনের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ চরমোনাইর বার্ষিক মাহফিল শেষে বরিশালে ফেরার পথে কীর্তনখোলা নদীতে গতকাল মঙ্গলবার সকালে ট্রলার ডুবে ইয়াকুব আলী (৬৫) নামের এক মুসুল্লীর মৃত্যু হয়েছে। উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরিরা ওইদিন বিকেলে কীর্তনখোলা নদীর ৪০ ফুট গভীরে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধ্যান পেয়েছেন। তবে ডুবে থাকা ট্রলারে কোন যাত্রী নেই বলে তারা নিশ্চিত করেছেন। অপরদিকে ঘটনার পর পরই বরিশাল জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাহফিলস্থ অস্থায়ী হাসপাতালের কমান্ডার মাওলানা মোসলেম উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় আখেরী মোনাজাত শেষে মুসুল্লীরা গন্তব্যে ফিরছিলেন। সকাল ১০ টার দিকে একটি ট্রলারে প্রায় শতাধিক যাত্রী বোঝাই করে চরমোনাই ঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় বরিশালগামী এম.ভি মনিং সান নামের একটি লঞ্চ ট্রলারটির মাঝ বরাবর ধাক্কা দিলে নিমিশেই ট্রলারটি কীর্তনখোলা নদীতে ডুবে যায়। এতে বেশির ভাগ যাত্রীরা সাতরিয়ে তীরে উঠলেও বৃদ্ধ ইয়াকুব আলীর লাশ উদ্ধার করা হয়। ইয়াকুব আলীর বাড়ি যশোরের মনিরামপুরে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে আহত ১০ জনকে চরমোনাই মাহফিলের অস্থায়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।