Menu Close

বরিশালের মুক্তিযোদ্ধা ও শিক্ষক হত্যাকারীকে গ্রেফতার করায় পুলিশ সদস্যদের পুরস্কৃত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর এ.ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলীর হত্যাকারী বখাটে রুমপ চন্দ্র দে ওরফে রুপাকে গ্রেফতার করায় পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার বিসিসি’র মেয়র’র পক্ষ থেকে রুপাকে গ্রেফতারে অভিযানকারী কোতোয়ালী থানা ও মেট্রো ডিবি পুলিশ সদস্যদের ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হয়।

এ উপলক্ষে নগর ভবনে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বক্তিগত তহবিল থেকে মেয়র এ পুরস্কারের অর্থ প্রদান করেন। এ সময় ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জিল্লুর রহমান, কোতেয়ালী থানার ওসি শাহিদুজ্জামান, ডিবি’র ওসি জাহাঙ্গীর হোসেনসহ অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে মেয়র শওকত হোসেন হিরন নিহত শিক্ষক জিন্নাত আলীর পরিবারকে নগদ ২ লক্ষ টাকাসহ সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দিয়েছেন। তিনি (মেয়র) নগরীর রূপাতলী শেরেবাংলা সড়কের ভাড়া বাসায় গিয়ে জিন্নাত আলীর শোকাহত পরিবারকে শান্তনা দেন। এ সময় তিনি অপরাধীদের সর্বোচ্চ শাস্তিরও আশ্বাস দিয়েছেন।