নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের স্কুল শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলীকে হত্যার কথা স্বীকার করেমঙ্গলবার সন্ধ্যায় আদালতে জবানবন্দি দিয়েছে খুনী রুপম চন্দ্র দে ওরফে রুপা।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিদুজ্জামান জানান, বরিশালের বিচার বিভাগীয় হাকিম আবুল বাশার মিঞার কাছে খুনী রুপম ওরফে রুপা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি আরো জানান, শিক্ষক জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি রুপমকে গ্রেফতার করায় তাকেসহ গ্রেফতার অভিযান পরিচালনাকারীদের পুলিশের মহা-পরিদর্শক খন্দকার হাসান মাসুদ নগদ ২৫ হাজার টাকার অর্থ পুরস্কার দিয়েছেন। এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন তার ব্যক্তিগত তহবিল থেকে অভিযানকারী দলের ৬ সদস্যকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা দিয়েছেন।