বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল নগরীর কেডিসি বস্তি সংলগ্ন বিসিএসি’র সার গোডাউন গেটের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় র্যাব প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। ঐ স্থানে গাঁজা বিক্রি হচ্ছে এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব সেখানে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করা হয় ঐ পরিমাণ গাঁজা।