হাসানাত-আমু ও তোফায়েলকে মন্ত্রী না করায় দক্ষিণাঞ্চলবাসী হতাশ!

নিজস্ব সংবাদদাতাঃ মন্ত্রী পরিষদের রদ-বদলের সকল জল্পনা কল্পনা জুড়ে ছিলো দক্ষিনাঞ্চলের আওয়ামীলীগের প্রভাবশালী তিন নেতা মন্ত্রী হচ্ছেন। এমন আলোচনার ঝড় ছিলো সাধারন মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের মুখে মুখে। শেষ পর্যন্ত দক্ষিণাঞ্চলের মানুষ হতাশ হয়েছেন।

সাধারন ভোটারদের মতে, ২০০৮ সনের ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট তিন চতুর্থাংশ সংখ্যা গরিষ্ঠতায় এ অঞ্চলের অধিকাংশ আসন লাভ করে। কিন্তু মন্ত্রী সভা গঠনে দক্ষিণাঞ্চলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করায় মহাজোট সরকারের শুরু থেকে অদ্যবর্ধি এ অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত রয়েছেন। তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃহত্তর বরিশাল বিভাগের ভোটাররা এবার আওয়ামীলীগকে অধিকাংশ আসন উপহার দিয়েছিলো এলাকার উন্নয়নের আশায়। কিন্তু দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, প্রবীণ আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহম্মেদকে এখনো অবমূলায়ন করায় এলাকার মানুষ হয়েছে উন্নয়ন বঞ্চিত। যার প্রভাব পরবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে।