নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী গ্রামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণ করা ৫০ একর জমিতে অবৈধভাবে বসবাসকারীদের আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ওই এলাকা ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ বাহাউদ্দিন গোলাপ জানান, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মান কাজ শুরু হবে চলতি ডিসেম্বরের মধ্যেই। এছাড়া অধিগ্রহণ করা জমির মধ্যে থাকা ঘরবাড়ি ছাত্র-ছাত্রীদের ব্যবহার উপযোগী করার পরিকল্পনা নেয়া হয়েছে। তাই অধিগ্রহণকৃত জমির মালিকদের আগামি ১৫ ডিসেম্বরের মধ্যে ওই এলাকা ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।