নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওমর ফারুক (৬১) ক্যান্সাররোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার দুপুরে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির……….রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বিকেলে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু, ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।