শাহীন হাসান, বরিশাল ॥ জেলার বাউফলের কালিশুরী বন্দরে টেম্পো ষ্ট্যান্ডের দখল নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলু সিকদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে আওয়ামীলীগ ক্যাডার আব্দুল হাইগংরা। আশংকাজনক অবস্থায় বজলু সিকদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কালিশুরী বন্দরের টেম্পো ষ্ট্যান্ডের দখল নিয়ে গত কয়েকদিন থেকে বজলু সিকদার ও আব্দুল হাই গ্র“পের বিরোধ চলছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বজলু সিকদার মোটরসাইকেলযোগে পটুয়াখালী থেকে বাড়ি যাওয়ার পথে কাছিপাড়ার বাবুল ডাক্তার বাড়ির ব্রিজ এলাকায় পৌঁছামাত্র আগে থেকে প্রস্তুতি নেয়া আওয়ামীলীগ ক্যাডার আব্দুল হাই’র নেতৃত্বে ৪-৫ জনের একটি সন্ত্রাসী গ্র“প বজলু সিকদারের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। ধারালো অস্ত্রের আঘাত ঠেকানোর সময় বজলু সিকদারের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে যায়। পরে এলাকাবাসী বজলু সিকদারকে উদ্ধারের পর বাউফল স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। পরে বজলু সিকদারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে স্বেচ্ছাসেবকলীগ নেতা বজলু সিকদারকে কুপিয়ে জখম করার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বাউফল পৌরশহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।