শাহীন হাসান ॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনকে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকি দিয়েছে অজ্ঞাত দুবৃত্তরা। বরিশালের বাবুগঞ্জে এএনএসভিএম অনুষদের পরীক্ষা নেয়া হচ্ছে না কেন কারন জানতে চেয়ে মোবাইল ফোনে শ্রমিকলীগের জনৈক শাহজাহান পরিচয়ের এক ব্যক্তি তাঁকে জীবন নাশের হুমকি দেন। গত মঙ্গলবার দুপুর আড়াইটায় ০১৮২৩১৪১০১৬ নম্বরের মোবাইল ফোন থেকে ভিসি’র ০১৭১৪০৭৫৯৭৭ ও ০১৭১১০৭৪০২২ নম্বরের মোবাইল ফোনে কল করে এ হুমকি প্রদান করে। এ ব্যাপারে উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার নওয়াব আলী গত ২৯ নভেম্বর দুমকি থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। ডায়েরী নং- ৯৬৩ । সাধারন ডায়েরীতে বলা হয়েছে, পবিপ্রবি ক্যাম্পাস থেকে সড়ক পথে বাবুগঞ্জ হয়ে ঢাকা যাতায়াতের পথে ভিসির জীবনের নিরাপত্তা হুমকির সম্নূখীন হয়ে পড়েছে।