গৌরনদী সংবাদদাতা ॥ সহপাঠিকে উত্যক্তের প্রতিবাদ করায় স্কুল ছাত্রের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটেরা। মুর্মুর্ষ অবস্থায় আহতকে হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা গ্রামে।
ওই গ্রামের গৌরাঙ্গ লাল মিস্ত্রীর পুত্র ও পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী অমিত মিস্ত্রী জানান, তার সহপাঠীকে নিয়ে মাহিলাড়ায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে (সহপাঠীকে) দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছে একই গ্রামের প্রফুল্ল বালার বখাটে পুত্র নয়ন বালা। গত ২৩ নবেম্বর উত্যক্তের প্রতিবাদ করায় নয়ন ও তার সহযোগী তানভির হোসেন হামলা চালিয়ে অমিতকে মারধর করে রক্তাক্ত জখম করে। হামলায় অমিতের চারটি দাঁত পরে যায়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় অমিতকে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় প্রভাবশালী মহলের হুমকির মুখে অমিতের পরিবার মামলা দায়ের করতে সাহস পাচ্ছেন না।