নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সর্বহারা জিয়া গ্র“পের সক্রিয় সদস্য ও একাধিক মামলার পলাতক আসামি মাকসুদ মৃধাকে (৩৮) গ্রেফতার করেছে। বরিশালের গৌরনদী উপজেলার আধুনা গ্রাম থেকে মাকসুদকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার সকালে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মোঃ ইমাম হোসেন জানান, আধুনা গ্রামের মৃত হাবিবুর রহমান মৃধার পুত্র মাকসুদ মৃধার বিরুদ্ধে দুটি মামলায় ওয়ারেন্ট জারি করা হয়। দীর্ঘদিন সে আত্মগোপনে ছিলো। পুলিশের অপর একটি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাকসুদের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। সে ছাত্রলীগ নেতা রেমন তালুকদার কালুর হাত কাটা মামলার অন্যতম আসামি।