আহমেদ জালাল, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল বিএম কলেজে ছাত্রলীগ ক্যাডার নাদিম মল্লিক তান্ডব চালিয়েছে। নিবন্ধন পরীক্ষা শুরু হওয়ার আগে শনিবার প্রশ্ন পত্র নিতে সংশ্লিষ্ট শিক্ষককে লাঞ্চিত করেছে। তার এহেন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। শিক্ষকরা তাকে উশৃঙ্খল আখ্যা দিয়ে শাস্তির দাবী জানিয়েছে।
বিএম কলেজের মাস্ট্রার্সের ছাত্র নাদিম মল্লিক। সে বিএম কলেজে অবৈধ পন্থায় গঠিত বাকসুর সদস্য। ভিপি মঈন তুষারের ক্যাডার হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে রয়েছে অন্তহীন অভিযোগ। সমাজ কল্যান বিভাগের শিক্ষক আবদুস সবুরের নিকট সকালে প্রভাষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন পত্র চাই নাদিম। কিন্তু শিক্ষক তাকে বলেছে তিনি অনৈতিক কোন কাজ করতে পারবেন না। প্রশ্নপত্র দিতে রাজী না হওয়ায় শিক্ষক আবদুস সবুরকে ধাক্কা দিয়ে আক্রমনাক্তক বাক্য ছুড়ে দিয়ে হুমকী দেয়। বিষয়টি তাৎক্ষনিক ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উশৃঙ্খল নাদিমের বহিস্কারের দাবী জানায়। একই সঙ্গে শিক্ষকরাও ক্যাডার নাদিমের শাস্তি চেয়ে অধ্যক্ষ ড.ননী গোপাল দাসকে অবহিত করে। নানামুখী তদবিরে বিষয়টি চেপে যেতে জোর চেষ্টা করা হচ্ছে।
এদিকে অধ্যক্ষ ড.ননী গোপাল দাস জানিয়েছেন নাদিমের উঙ্খলের বিষয়টি জেনেছেন। তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিবেন বলে মন্তব্য করেন।