বরিশাল সংবাদদাতাঃ বরিশালের কর্মরত সাংবাদিকদের ওপর পুলিশী হামলার একবছর পরেও দোষী পুলিশ কর্মকর্তাদের বিচার না হওয়ায় গতকাল শনিবার বরিশাল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যল’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লস্কর নুরুল হক, মহানগর বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহিন, বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিটন বাশার, সাংবাদিক জি.এম বাবর আলী, আজকের বরিশাল ডট কম’র সম্পাদক এম. মিরাজ হোসেন প্রমূখ।
উল্লেখ্য, ২০১০ সনের ২৮ নবেম্বর বরিশাল প্রেসক্লাবের সম্মুখে বসে কতিপয় পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের ওপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিটন বাশারসহ ১৪ জন সাংবাদিককে পিটিয়ে আহত করে।ৎ