মাহ্ফুজ ইসলাম (শিপলু), দাউদকান্দি ॥ গতকাল শনিবার সন্ধ্যায় সাড়ে ৭ টায় দাউদকান্দি পৌরসভার সাবেক কমিশনার ও যুব’লীগ নেতা মিলন খন্দকারের খুনিদের বিচার ও ওসি রতন কৃষ্ণ নাথের প্রত্যাহারের দাবিতে হাজার হাজার পুরুষ মহিলা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি দাউদকান্দি পৌরসদর থেকে বের হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিশ্বরোডের দিকে অগ্রসর হলে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। পরে বিক্ষোভকারীরা দাউদকান্দি বাজারসহ পৌরসদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা অতি শিঘ্রই দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রতন কৃষ্ণ নাথের প্রত্যাহার ও খুনিদের বিচার দাবি করেন।