গৌরনদীতে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ১৭ মে ॥ বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা, জঙ্গলপট্টিসহ বিভিন্ন গ্রামে গতকাল সোমবার সকালে ও রবিবার রাতে পৃথক হামলা-সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে আটটার দিকে টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে উপজেলার হরিসেনা গ্রামের স্বজল তালুকদার ও পলাশ তালুকদারের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। এরজের ধরে ওই রাতেই দু’পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের লালমোহন তালুকদার, উর্মিলা তালুকদার, স্বজল, উজ্জলা তালুকদার, পলাশ তালুকদার আহত হয়। রবিবার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জঙ্গলপট্টি গ্রামে আকবর সিকদার ও জাহিদুল সিকদারের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের আকবর সিকদার, হোসনেয়ারা বেগম, বিউটি বেগম, সোনিয়া আক্তার, নুরুল ইসলাম, লাইজু বেগমসহ কমপক্ষে ৮ জন আহত হয়। গুরুতর আহত আকবর সিকদারকে বরিশাল শেবাচিম ও অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অপরদিকে গতকাল সোমবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বেজগাতি গ্রামের রোজিনা বেগম ও জয়শুরকাঠী গ্রামের জলিল গোমস্তা।