বানারীপাড়া সংবাদদাতাঃ বানারীপাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহ সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সম্পাদক প্রভাষক খলিলূর রহমান, কাওসার হোসেন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন জীবন, নাঈম মোঘল, সুজন মোল্লা সেলিম হাসান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ২০১২-১৩ সালের জন্য ৪র্থ বারের মত রাহাদ সুমনকে (ইত্তেফাক/আজকের বার্তা)সভাপতি ও কাওসার হোসেনকে (বিপ্লবী বাংলাদেশ) সম্পাদক করে প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক খলিলুর রহমান(বাংলার বনে),সহ সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল(যায়যায়দিন),কাজী শাহিন মাহমুদ(সংগ্রাম) ও কাজী হারুন অর রশিদ(ডেসটিনি), যুগ্ম সম্পাদক জাকির হোসেন জীবন(জনতা), নাঈম মোঘল(শাহনামা) ও সাইফুর রহমান রাসেল(দক্ষিনাঞ্চল), সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান(আমার দেশ), প্রচার সম্পাদক সুজন মোল্লা(মানবজমিন/বরিশাল) প্রতিদিন), কোষাধ্যক্ষ রবিউল ইসলাম (ভোরের ডাক), নির্বাহী সদস্য এস মিজানুল ইসলাম(ইনকিলাব/পরিবর্তন), এসএম গোলাম মাহমুদ রিপন(যুগান্তর/মতবাদ) ও সাইদুল ইসলাম(নয়াদিগন্ত/বরিশাল বার্তা)। এছাড়া আরও ৬জনকে সাধারন সদস্য মনোনীত করা হয়েছে। নব-নির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।