আহমেদ আবু জাফর, ঝালকাঠি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সুফিয়া কামাল ফেলোদের নিয়ে সমাবেশ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ষ্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট সমাবেশের আয়োজন করে।
জাতীয় মহিলা সংস্থার জেলা সভানেত্রী সাহানা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: হিরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: জাকির হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, নলছিটির ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, পৌর কাউন্সিলর নাসিমা কামাল, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট’র আঞ্চলিক কর্মকর্তা রনজিৎ দত্ত, সিনিয়র প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, সুফিয়া কামাল ফেলো শিমুল সুলতানা হেপি, জেসমিন বানু বন্যা, এ্যাড. সাকিনা আলম লিজা প্রমুখ। সমাবেশে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহনকারী শতাধিক নারীরা অংশ নেয়।