নিজস্ব সংবাদদাতাঃ বেতাগীতে একটি সমবায় সমিতি নির্বাচনে আপন দুইভাই সভাপতি পদে নির্বাচনী যুদ্ধে নেমেছেন। বিষয়টি উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছে। বেতাগী উপজেলার হোসনাবাদ ছোপখালী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে গত ৩০ নভেম্বর সাবেক ইউপি চেয়ারম্যান আঃ আজিজ সিকদার ও তার আপন ভাই অ.ক.ম ফজলুর রহমান সিকদার সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন গত ৩ ডিসেম্বর বাছাই শেষে এ খবর জানাগেছে। আগামী ২৪ ডিসেম্বর কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সমিতির ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে নির্বাচন পরিচালনা কমিটি জানায়।