জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার ১০ম কাউন্সিল ২০ ডিসেম্বর

রিয়াজ উদ্দিন, শাবিঃ জাতীয় ছাত্রদল শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ১০ম কাউন্সিলকে সামনে রেখে গত সোমবার ক্যাম্পাসে প্রচার মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে। সাধারণ সম্পাদক যোগেশ দাসের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন শাখা সভাপতি রিয়াজ মোহাম্মদ খান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রদল শাবি শাখার সাবেক সভাপতি অঞ্জন সিনহা।

সমাবেশে বক্তারা বলেন, ভারত সরকার মার্কিন সাম্ররাজ্যবাদ ও ভারতের সমন্বিত পরিকল্পনায় সুরমা ও কুশিয়ারা নদীর উৎপত্তিস্থলে টিপাইমুখে বাঁধ নির্মাণ করছে। এই বাঁধ নির্মাণের মধ্য দিয়ে মার্কিন সাম্ররাজ্যবাদ ও তার দালাল ভারতের শাসক গোষ্ঠী তাদের ভবিষ্যৎ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক পরিকল্পনাকে অগ্রসর করছে। অন্যদিকে এই বাঁধ নির্মাণের ফলে সিঠে  সিলেট সংলগ্ন হাউড় অঞ্চলের হ্ড়া, নদী-নালা শুকিয়ে যাওয়াসহ এই অঞ্চলে প্রণী বৈচিত্র ক্ষতিগ্রস্থ হবে।

বক্তারা টিপাইমখ বাঁধ নির্মাণ প্রতিরোধে গণআন্দোলন গণঅভ্যুত্থান গড়ে তোলার জন্য ছাত্র সমাজের প্রতি আহবান জানান। আর এই জন্য প্রয়োজন বিপ্লবী ছাত্র নেতৃত্বের। অতিথি তার বক্তব্যে জতীয় ছাত্রদলের ১০ম কাউন্সিলে সকলকে উস্থিত হয়ে বিপ্লবী ছাত্র নের্তত্বেও হাতকে শক্তিশালী করার আহবান জানান। সমাবেশে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার প্রচার সম্পাদক এস আর সজীব, ১০ম কাউন্সিল প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক সৈকত শুভ, ১০ম কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক প্রদীপ চন্দ্র দত্ত।