স্টাফ রিপোর্টার ॥ নগরীর আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬ খদ্দের ও ৩ যৌন কর্মীকে আটক করেছে র্যাব-৮। গতকাল দুপুরে এ অভিযান পারিচালনা করে।
র্যাব সূত্র জানায়, বেশ কিছু আবাসিক হোটেলে অবৈধ ভাবে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৮, বরিশাল সিপিসি-১ এর একটি বিশেষ দল নগরীর বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে আকস্মিক অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে পোর্টরোডস্থ আবাসিক হোটেল প্রবাল হতে যৌনকর্মী মনপুরা উপজেলার হাজির হাট গ্রামের মোসাঃ নদী বেগম(২৫), আমতলীর গাজীপুর এলাকার মোসাঃ ডলি বেগম(২৭), ভেরবের মোসাঃ নাজমা বেগম(২৪), এবং খদ্দের গৌরনদীর বড় কসবা গ্রামের আ খ ম ফয়জুল হক(২৯), বিমান বন্দর থানার শিবপাশা গ্রামের মোঃ ফারুক হোসেন(২২), পলাশপুরের মোঃ সুমন বেপারী(২০), নগরীর ফলপট্রির (৭) মোঃ শাওন সরদার(২০), সদর উপজেলার কর্নকাঠির মোঃ জাহাংগীর মোল্লা (৩৫), ও সার্কুলার রোডের মোঃ রাজু মিয়াকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের থানায় হস্থান্তর করা হয়।