বরিশাল সংবাদদাতাঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার সময় ও কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. মো. মুহসিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর ৬টি কেন্দ্রে ক ওখ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই ৬টি কেন্দ্রের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪০০০১ থেকে ৪০২৫০ রোল নম্বর; মোট ২শ’ ৫০ জন, বরিশাল জিলা স্কুলে ৪০২৫১ থেকে ৪০৭৫০; মোট ৫শ’ জন, বরিশাল মডেল স্কুল এবং কলেজে ৪০৭৫১ থেকে ৪১৮৫১; মোট ১ হাজার ৬০ জন, সরকারি হাতেম আলী কলেজে ৪১৮১১ থেকে ৪২৫২৮; মোট ৭শ’ ১৮ জন, বরিশাল সরকারি মহিলা কলেজে ৪২৫২৯ থেকে ৪৩৭৪৭; মোট ১১শ’ ৮৮ জন এবং সরকারি বিএম কলেজে ১০০০১ থেকে ১১৪৭৭; মোট ১৪শ’ ৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ‘গ’ ইউনিটের পরীক্ষাও ওই একই দিন বিকাল ৩ টায় আরম্ভ হয়ে ৪টায় শেষ হবে। ‘গ’ ইউনিটের পরীক্ষার্থীদের জন্য মোট ৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এই ৭টি কেন্দ্রের আগের ৬টি থেকে ১টি বিয়োজন এবং ১টি নতুন কেন্দ্র সংযোজন করা হয়েছে। সংযোজন করা হয়েছে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ। আর বিয়োজন করা হয়েছে সরকারি বিএম কলেজ, জিলা স্কুলের ভবন কেন্দ্রে রোল নম্বর ৭০০০১ থেকে ৭০২৭০; মোট ২শ’ ৭০ জন, বরিশাল জিলা স্কুলে ৭০২৭১ থেকে ৭০৭৭০; মোট ৫শ’ জন, মডেল স্কুল এবং কলেজে ৭০৭৭১ থেকে ৭১৮৩০; মোট ১ হাজার ৬০ জন, হাতেম আলী কলেজে ৭১৮৩১ থেকে ৭২৫৮০; মোট ৭শ’ ৫০ জন, সরকারি মহিলা কলেজে ৭২৫৮১ থেকে ৭৩৪৮৪; মোট ৯শ’ ৪ জন, মানিক মিয়া মহিলা কলেজে ৭৩৪৮৫ থেকে ৭৩৯৮৪; মোট ৫শ’ জন এবং সরকারি বরিশাল কলেজে ৭৩৯৮৫ থেকে ৭৪৭৫০; মোট ৭শ’ ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিবেন।
পরীক্ষার্থীদের প্রবেশপত্রের সাথে ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি স্টাপল করে অফিস ও নিজের কপিসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।