উজিরপুর প্রতিনিধি: উজিরপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমীকলীগের নেতৃবিন্দের উপর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর যে সকল নেতা কর্মীদের বহিষ্কার করা হয়েছিল, সেই সব নেতা কর্মীদের মধ্যে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: আলাউদ্দিন মিয়া, যুবলীগ সদস্য বাবূল ফকির, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সহদেব কুমার দাস, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি বিমল চন্দ্র দাস, উপজেলা শ্রমিক লীগের সাবেক আহব্বায়ক কামরুজ্জামান ফকির, ও সদর ইউনিয়নের শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো: ইব্রাহীম খান কে গত ২৯ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় দলীয় স্বার্থ বিবেচনা করে উল্লেখিত নেতৃবিন্দের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক আজাদ ও সাধারন সম্পাদক এস এম জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপত্তির মাধ্যমে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।