দূর্ণীতিবাজরা দূর্ণীতির বিরুদ্ধে ছবক দিচ্ছে -সুবিদ আলী ভূঁইয়া, এম.পি.

মাহ্ফুজ ইসলাম শিপলু, দাউদকান্দি ॥ বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, ক্ষমতায় থাকতে যারা দূর্ণীতিকে জাতীয়করণ করেছে, নিজেরা সম্পদের পাহাড় গড়েছে, তারা এখন দূর্ণীতির বিরুদ্ধে ছবক দিচ্ছে। তিনি বলেন বর্তমান সরকার ৩ বছরে বিদ্যুৎ সহ নানা সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে।, আওয়ামীলীগ বিশ্বাস করে তৃণমূল পর্যায়ে উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হয় না। তিনি আজ সোমবার বিকেলে দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের টিলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওই ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার শহিদুল্লা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাশেম সরকার, সাধ্রাণ সম্পাদক আহসান হাবিব চৌধুরী, ড. আব্দুল মান্নান জয়, মোঃ বশিরুল আলম মিয়াজী, মোঃ, হাবিবুর রহমান, খোরশেদ আলম, বাসুদেব ঘোষ, কেরামত আলী, জেবুননেছা, লায়লা হাসান, হেলাল মাহমুদ, মহিন ইদ্দিন চৌধুরী, স্থানীয় চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, রফিক সরকার, কামাল হোসেন প্রমূখ।