গ্রামীন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামুলক অবসরে পাঠানো

সাইদ মেমন, বরিশাল ॥ গ্রামীন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামুলক অবসরে পাঠানো কেন অবৈধ ও বেআইনী এবং সংবিধান পরিপিন্থি ঘোষনা, তাদের চাকুরিতে পূর্নবহাল এর নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুলনিশি জারী করেছে হাইকোর্ট। গতকাল সোমবার গ্রামীন ব্যাংক নির্যাতিত কর্মকর্তা কর্মচারী পরিষদের বরিশাল বিভাগীয় কমিটির ১২৮ জন বাদী হয়ে রিটের প্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ  এই রুলনিশি জারীর আদেশ দিয়েছেন। গ্রামীন ব্যাংক নির্যাতিত কর্মকর্তা কর্মচারী পরিষদের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, গ্রামীন ব্যাংক নির্যাতিত কর্মকর্তা কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ব্যাংক কর্মকর্তা বিরেন্দ্রনাথ ওঝার নেতৃত্বে ১২৮ জন বাদী হয়ে হাইকোর্টের বিচারপতি ফরিদ আহম্মেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে রিট করেন। রিট আবেদনে গ্রামীন ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ও রিভিউ কমিটির চেয়ারম্যান প্রফেসর একে মনোয়ার উদ্দিন আহম্মদসহ নয়জনকে বিবাদী করা হয়েছে। গ্রামীন ব্যাংকের বিভিন্ন সময়ে অপসারিত ৩১৭ কর্মকর্তা-কর্মচারীরা চাকুরি ফেরত চেয়ে হাইকোটে এর আগে ৫টি মামলা করেছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে উলে¬খ করা হয়েছে।