কালকিনিতে কুকুরের কামড়ে ১২ জন আক্রান্ত

বিল্লাল হোসেন, কালকিনি ॥ মাদারীপুরের কালকিনিতে আজ মঙ্গলবার দুপুরে পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ১২ জন আহত হয়েছে। এ সময় উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে ৫টি কুকুর নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার শিক্ষারমঙ্গল ইউপির শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তুহিন (৮), পেয়ারা (৯), রাকিব (১০), মিতু (৭), জাহিদুল ইসলাম (১০), আকতার হোসেন (৯), শামীম (১৫), নাঈম (১১), আলাম (৭) ও লামিয়া (৮) বিদ্যালয়ের পাশে শিকারমঙ্গল বাজারে গেলে একটি পাগলা কুকুর পর্যায়ক্রমে তাদের  কামড়ায়। উপস্থিত লোকজন কুকুরটিকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় তহশিলদার রুহুল আমীনের স্ত্রী ফাহিমা বেগম (২৫), পার্শ্ববর্তী চরফতেবাহাদুর গ্রামের সাধু (৩২), ৩টি গরু ও ২টি ছাগলকে কামড়ায়। একপর্যায়ে বিক্ষুদ্ধ এলাকাবাসী ঐ পাগলা কুকুরসহ সাথে থাকা আরো ৪টি কুকুরকে আটকিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।