বরিশাল জেলা প্রশাসকের কাছে পূর্বাঞ্চলের আটটি ইউনিয়নের স্কেচ ম্যাপ দাখিল

সাইদ মেমন, বরিশাল ॥ পূর্বাঞ্চলের আটটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা বাস্তবায়নের জন্য স্কেচ ম্যাপ দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণের জন্য বরিশাল জেলা প্রশাসকের কাছে স্কেচ ম্যাপ দাখিল করেন।

জানা গেছে, কীর্তনখোলা নদীর পূর্ব পাড় যোগাযোগ ব্যবস্থায় অনুন্নত থাকায় বরিশাল সদর উপজেলা ও বাকেরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। এর প্রেক্ষিতে বরিশাল সদর উপজেলা ও বাকেরগঞ্জ উপজেলার চরকাউয়া, চাঁদপুরা, টুঙ্গিবাড়ীয়া, চন্দ্রমোহন, চরমোনাই, চরামদ্দি, চরাদী ও দাড়িয়াল ইউনিয়ন নিয়ে নতুন চন্দ্রদীপ নামে একটি উপজেলা বাস্তবায়নের জন্য দাবি জানায় বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ। এ দাবির প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। স্কেচ ম্যাপ দাখিলের সময় অন্যান্যদের মধ্যে পরিষদের সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম ওলি, সাধারন সম্পাদক মোঃ মানিক মৃধা, মিজানুর রহমান পান্না, মোঃ কামাল হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।