ভিপি আনোয়ারের হুংকার – কমিটি গঠনের বিরোধিতা দেখে নেয়ার হুমকি

শাহীন হাসান, বরিশালঃ আপনারা যে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন এর পরিণাম ভালো হবে না। আমার ক্লাস করাবার মতো বহু শিক্ষক আছে। আমি আপনাদের এক একজন করে স্কুল থেকে বের করে দেব। কেঁদেও কূল পাবেন না। আমি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি; শীঘ্রই আপনাদের ব্যবস্থা হবে। এভাবে মোবাইলে অনবরত নগরীর সারস্বত বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের হুমকি দিয়ে চলছে ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসাইন। গত ১০ ডিসেম্বর রাত থেকেই মোবাইলে এসব কথা বলে চলছেন আনোয়ার। স্কুলের তিন শিক্ষকা সন্ধ্যা ঘোষ, সীমা রাণী মৃধা এবং ফেরদৌসী খানম জানান, ম্যানেজিং কমিটির সভাপতি এবং বাকসুর সাবেক ভিপি আনোয়ার তাদেরকে নিষ্ক্রিয় থাকার জন্য মোবাইলে নানা রকম ভয়ভীতি করছেন। এমনকি সংখ্যালঘু বলেও তাদেরকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন। এদিকে ৭২ ঘন্টার আল্টিমেটামের প্রথমদিনে শিক্ষকরা গতকাল কালো ব্যাজ ধারণ করে শ্রেণীকক্ষে পাঠদান করেন।

অপরদিকে এসব ঘটনা থেকে নিজেকে বাঁচাতে অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্কুল থেকে ছুটি নিয়েছেন প্রধান শিক্ষক আবু মোহাম্মদ ফারুক। পুরো বিষয় নিয়ে আবারও সভাপতি আনোয়ারের সাথে বহুবার যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।