খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামে গত মঙ্গলবার সন্ধায় ছাগলে কলাই খাওয়াকে কেন্দ্র করে তিন দফা সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোক্তার মাতুব্বরের ছাগলে গত মঙ্গলবার সন্ধায় প্রতিবেশী হান্নান পাহলানের কলাই ক্ষেতের কলাই খায়। এনিয়ে হান্নান ও মোক্তারের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনদফা সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত সহিদ হোসেন (২৫), সোনিয়া বেগম (১৯), রেজাউল পাহলান (২২), হান্নান পাহলান (৪৫), চম্পা (১৯), ইশমোতারাকে (১৫) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যপারে উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।