মুখোমুখী সংঘর্ষে ২০ জন আহত
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী নামকস্থানে আজ বুধবার সকালে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের গৌরনদী ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে বগুরাগামী মালবাহি ট্রাক (বগুরা-ট-০৫-০০১৪) সকাল সাড়ে সাতটায় প্রশিক্ষা অফিসের সম্মুখে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা চট্টগ্রাম থেকে পাথরঘাটাগামী নিউ সৈকত পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১১-১৫৫৬) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখ ভাগ দুমরে মুচরে কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত ট্রাক চালক কফিল উদ্দিন, হেলপার রুবেল হাওলাদার, যাত্রী সোহরাব হোসেন, রিনা বেগমকে গৌরনদী ও সরোয়ার হোসেন, মাহবুব খান, সাদ্দাম হোসেনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।