আমি মন্ত্রী নই, আমি দেশের কর্মী, দায়িত্ব পেয়েছি জনগণের সেবা করার জন্য -যোগাযোগমন্ত্রী

মাহ্ফুজ ইসলাম শিপলু, দাউদকান্দি ॥ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি খুবই উদবিঘ্ন, প্রতিনিয়ত চিন্তিত দেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে। জনগণের দূর্ভোগের কারণগুলো দূর করে জনগণকে স্বস্থি দেওয়া আমার কাজ। আমি মন্ত্রী নই, আমি দেশের কর্মী দায়িত্ব পেয়েছি জনগণের সেবা করার জন্য। তিনি আজ, শনিবার সকালে দাউদকান্দিতে  টোলপ্লাজা সংলগ্ন ওভারলোড কণ্ট্রোল মেশিন ষ্টেশন উদ্বোধন কালে একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, রাতারাতি কোন পরিবর্তন হয়না। লোড ও ওভালোডের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মেঘনা ও দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু ঝুকিপূর্ণ হয়েছে। ওজন কন্ট্রল করতে পারলে রাস্তা বাঁচবে, সেতু বাঁচবে। এ সেতুগুলো রক্ষা করার জন্য ওভারলোড মেশিন বসিয়েছি। সড়ক-মহাসড়ক, সেতু-মহাসেতু জাতীয় সম্পদ দেশের অর্থনৈতিক স্বার্থে এগুলো রক্ষা করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা করতে হবে। ওবায়দুল কাদের বলেন, অর্থনীতির লাইফ লাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এ মহাসড়ক বিপর্যস্ত হলে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়বে তাই নতুন কিছু করার আগে পুরাতনকে রক্ষা করতে হবে। পরিবহন মালিক শ্রমিকদের আগামী ৭ দিনের মধ্যে সতর্ক করতে চাই ২৪ তারিখের পর জরিমানা করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেন। আইনপ্রয়োগকারী সংস্থার উদ্দেশ্যে তিনি বলেন চট্টগ্রামের অলংকার মোড়, বারৈইর হাট, সীতাকুন্ড, ফেনীর মহিপাল ও কুমিল্লার বিশ্বরোড এলাকায় ভারী যানবাহনগুলোকে সতর্ক করতে হবে। অবিলম্বে মেঘনা সেতু মেরামতের জন্য দেড়শ কোটি টাকার টেন্ডার আহবান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি, যোগাযোগ সচিব এম.এ.এন সিদ্দিক, স্বরাষ্ট্র সচিব মঞ্জুর হোসেন, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আঃ কুদ্দুছ ও উর্ধ্বতন কর্তৃপক্ষ বৃন্দ।