প্রেস বিজ্ঞপ্তিঃ ১৬ ডিসেম্বর থেকে যাত্রা শুরু করেছে নতুন স্যাটেলাইট টিভি চ্যানেল বিজয় টিভি। বিজয়ের মাসে বিজয় টিভির শুভ পদচারণা তাৎপর্যপূর্ণ। নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার উপলক্ষে ১৫ ডিসেম্বর রাত ১০টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্ধরা সিটিস্থ এটিএন বাংলার স্টুডিওতে অনুষ্ঠিত ‘বিজয় কথা’ শিরোনামের অনুষ্ঠানে অংশ নেন দেশ সেরা শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে ১৬ ডিসেম্বরের সূচনালগ্নে কেক কেটে চ্যানেলটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিজয় টিভির চেয়ারম্যান আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী, এমডি ড. মাহফুজুর রহমান, সিইও এবং পরিচালকগণ। বিজয় টিভির সুচনালগ্নে শুভেচ্ছা জানাতে এসেছিলেন মন্ত্রী, এমপি, সেক্টর কামান্ডার, ক্যাবল অপারেটদের সংগঠনের নেতৃবৃন্দ।
মধ্যরাত অবধি চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন কণ্ঠশিল্পী সুবীর নদী, রফিকুল আলম, আবিদা সুলতানা, তপন চৌধুরী, শাকিলা জাফর, কনক চাঁপা, রবি চৌধুরী, নৃত্যশিল্পী সোহেল, মডেল অভিনেত্রী শখসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন খন্দকার ইসমাইল ও হৃদয় নন্দিতা হৃদি। বসুন্ধরা সিটিস্থ এটিএন বাংলার স্টুডিও থেকে অনুষ্ঠানটি বিজয় টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।