নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষর সমাপনী অনুষ্ঠান উপলক্ষে বরিশালের গৌরনদী মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ বুধবার সকালে র্যালী, মানববন্ধন, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটায় র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও এগারোটায় উপজেলা পরিষদ সভা কক্ষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহআলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম প্রমূখ। সবশেষে নারী নির্যাতন প্রতিরোধে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।