গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা স্কাউটস্ উপদল নেতা প্রশিক্ষণ কোর্স ও বিদ্যুৎ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। তিনদিনব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বক্তব্য রাখেন গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, উপজেলা স্কাউটস্’র সম্পাদক সৈয়দ আতাউর রহমান, উপজেলা ওলামালীগের সভাপতি হাফেজ মোঃ নুরুল হক, সাবেক পৌর কমিশনার মোঃ কবির হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, ছাত্রলীগ নেতা মামুন মিয়া, সুমন মাহমুদ প্রমুখ। শেষে বিদ্যুত সাশ্রয়ের ওপর নাটিকা ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শপথ গ্রহন করা হয়।