প্রিয় টেকঃ দীর্ঘদিন থেকেই বাজারে হাই রেজুলেশন এবং রেটিনা ডিসপ্লে সহ আইপ্যাড থ্রী’র কথা শোনা যাচ্ছে। কিন্তু এই প্রতিযোগিতায় এখন এগিয়ে গেছে স্যামসাং। তারা সম্প্রতি বাজারে নিয়ে এসেছে আলট্রা হাই রেজুলেশন ট্যাবলেট, এর ফিচার সাজানোই হয়েছে আইপ্যাড থ্রী’র সাথে টেক্কা দেবার মত করে। সামসাং-এর এই নতুন গ্যালাক্সি ট্যাবে থাকছে হাই রেজুলেশনের (২৫৬০x১৬০০পিক্সেল ) ১১.৬ ইঞ্চি রেটিনা ডিসপ্লে। এটার আয়তন এত ছোট রাখা হয়েছে যেন এটি ১০.১ ইঞ্চির বাক্সেও বেশ এটে যায়।
অন্যান্য ট্যাবের তুলনায় বেশ বড় এই স্ক্রীনের অ্যাসপেক্ট রেশিও রাখা হবে ১৬:১০। এর সাথে আরও যা থাকছে তা হল, ২ গিগা হার্জ ডুয়েল কোর প্রসেসর (Exynos 5250)। এই প্রসেসরের কারনে ট্যাবটি স্টেরিওস্কোপিক থ্রী ডি (Stereoscopic 3D) সাপোর্ট করবে । একইসাথে এন্ড্রয়েড ৪ (Ice Cream Sandwich) এবং এন্ড্রয়েড বীম সাপোর্ট করার কারণে এই ট্যাব আশেপাশের যে কোন গ্যালাক্সি নেক্সাস ফোনের সাথে খুব সহজেই সিঙ্ক করতে পারবে। বাজারে যে কটি ট্যাবলেট পাওয়া যাচ্ছে তার মধ্যে এটিই শুধুমাত্র এন্ড্রয়েড ৪ সাপোর্ট করছে! এত সব চমৎকার ফিচারের কারণে বাজারে আসার আগেই ট্যাবটি সবার মনোযোগ কেড়ে নিয়েছে।
এই ট্যাবলেটটি ওয়্যারলেস ডকিং ফিচার সাপোর্ট করছে যার মাধ্যমে খুব সহজেই মিডিয়া এবং গেম হাইডেফিনেশন টিভিতে স্ট্রিমিং করা যাবে। ফলে অ্যাপলের এয়ার প্লে’র সাথে রীতিমত প্রতিযোগিতায় করবে নতুন এই ট্যাব!
স্পেনের বার্সিলোনায় ২০১২ তে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস”, আর এখানেই স্যামসাং তাদের নতুন এই এক্সক্লুসিভ পন্যের বাজারে আসার ঘোষণাটি দেবে। অন্যান্য ট্যাবের তুলনায় অনেক বেশি আপগ্রেডেড এই ট্যাবটি বাজারে ক্রেতাদের মাঝে কেমন প্রভাব ফেলতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা সবার!