নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার সকালে “এইচ.এম হাছিব রুমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সরকারি গৌরনদী কলেজের মেধাবী ছাত্র হাছিব রুমানের অকাল মৃত্যুতে ‘হাছিব বন্ধু মহল’র আয়োজনে সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় গৌরনদী সদর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ওলামালীগের সভাপতি হাফেজ মোঃ নুরুল হক, সিনিয়র শিক্ষক শক্তি বিশ্বাস, মানিক লাল আশ্চার্য্য, হাছিব রুমানের পিতা এইচ.এম সাহেব আলী, উপজেলা যুবলীগ নেতা আল-আমিন হাওলাদার, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ।
বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা সুমন মাহমুদ, মিলন খলিফা প্রমুখ। উদ্বোধনী খেলায় গৌরনদী একাদশ বনাম শাওড়া একাদশ অংশগ্রহন করেন।