নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত পশ্চিম চরনলূয়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দেয়া গাছের সাথে ঝুলন্ত তরুনী বধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুনী বধূ বীথি আক্তার (১৭) উপজেলার পশ্চিম চরনলূয়া গ্রামের মতিউর রহমান খানের কন্যা। শুক্রবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, পার্শ্ববতী বাউফল উপজেলার কাচিপাড়া গ্রামের শামীম খানের সাথে ৫ মাস পূর্বে বিথীর বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে বিথীর বাবার বাড়ির পাশ্ববর্তী বাগানের একটি গাছে স্থানীয়রা গলায় ফাঁস দেয়া অবস্থায় বিথীর লাশ দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিথীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।