মাহ্ফুজ ইসলাম শিপলু, দাউদকান্দি ॥ মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবি এম তাজুল ইসলাম তাজ বলেছেন, রাজাকার ছাড়া দেশের সকল মানুষ গোলাম আযমসহ যুদ্ধাপারীদের বিচার চায়। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগ গত নির্বাচনে জনগণকে ওয়াদা দিয়েছিল যুদ্ধাপারাধীদের বিচার করার, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেই ওয়াদা পালন করছেন।
তিনি বলেন যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের আমলেই হবে। তা না হলে শহীদ মুক্তিযোদ্ধদের আত্মাশান্তি পাবে না। তিনি আরও বলেন বিরোধীদল যুদ্ধাপারাধীদের বাঁচানোর জন্য যে আন্দোলন করছে সেই স্বপ্ন বাংলার জনগণ বাস্তবায়িত হতে দেবেনা। তিনি আজ ২৩ ডিসেম্বর শুক্রবার কুমিল্লার হোমনার ঘাগুটিয়া যুদ্ধদিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় মাঠে ঘাগুটিয়া যুদ্ধদিবস অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান সিআইপি।