উজিরপুর সংবাদদাতাঃ যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে উজিরপুরে শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথ সভা করেছে কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর(উঃ) এর বরিশালের উজিরপুরের কৃতি সন্তান ঢাকা কলেজের মেধাবী ছাত্র মোঃ সবুজ মোল্লাকে সহ-সভাপতি নির্বাচিত করায় এবং তার উজিরপুর আগমন উপলক্ষ্যে উজিরপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ওই নেতার আগমন উপলক্ষ্যে জয়শ্রী বাসস্টান্ডে তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে নেতাকর্মীরা সানুহার, হস্তিশুন্ড, ধামুরায় পথ সভা করে।
বক্তারা ৭১‘এর যুদ্ধাপরাধী রাজাকারদের বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে ফাঁসির দাবী জানান। ধামুরা স্কুল মাঠে পথ সভায় বক্তব্য রাখেন শোলক ইউনিয়ন আ’লীগের সভাপতি ডা: হালিম হাওলাদার, শেরে বাংলা ডিগ্রী কলেজের সাধারন সম্পাদক মো: শাকিল মাহামুদ আউয়াল, ছাত্রলীগ নেতা মাঈনুল হক তালুকদার, মো: আলামিন খলিফা, রিয়াদ সরদার, মাসুম পারভেজ রুবেল, এনায়েত করিম, এস এম সৈকত, তানজিব ইসলাম জসিম, রাজু আহাম্মেদ প্রমুখ।