উজিরপুর সংবাদদাতাঃ সারা দেশে আওয়ামীলীগ কতৃক বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে উজিরপুর উপজেলা বিএনপি শনিবার সকাল ১০টায় দলীয় কার্য্যালয় প্রতিবাদ সভা করেছে। বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর হোসাইন মলি¬কের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি সামসুল আলম পান্নু, সাধারন সম্পাদক আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার, যুগ্ন-সম্পাদক শহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক অধ্যাপক আঃ আজিজ, মতিউর রহমান, ছাত্রদল সভাপতি সাহাবুদ্দিন আকন সাবু, যুবদল সভাপতি শফিকুল ইসরাম শাহিন, সম্পাদক পনির খান, অধ্যাপক মনিরুজ্জামান মন্টু, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মনিরুজ্জামান লিখন, ওটরা ইউনিয়ন বিএনপির সম্পাদক আক্তার হোসেন, বরাকোঠা ইউনিয়ন সভাপতি হানিফ বেপারী, ছাত্রদল নেতা মোতালেব সিকদার, নজরুল ইসলাম, ফিরোজ আহাম্মেদ, রনি মিয়া, ইমরান, মনির সিকদার প্রমুখ।
বক্তরা নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। তা না হলে তারা কঠোর আন্দোলনের হুমকি দেন।